সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাওইল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
অফিসার মোসাদ্দেক আলী জানান, নাটোরের বনপাড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ওই এলাকায় একটি বাসকে ধাক্কা দেয়। ওই সময় ধাক্কা দেওয়া মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হয়। এ সময় আহত হয় প্রায় ১০ জন।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০