সিরাজগঞ্জ প্রতিনিধিঃ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন অটোরিক্সাযাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হল- অটোরিক্সা চালক সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের মৃত খশেমের ছেলে জহুরুল ইসলাম (৪০), অপর জনের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সলঙ্গা থেকে যাত্রীবোঝাই অটোরিক্সাটি রামারচর এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। এতে আহত হন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০