সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচার সহ ৭ দফা দাবিতে সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্দ শিক্ষার্থীরা ১৬/১৭ টির মত ট্রাক ভাংচুর করে। শ্রমিকরা বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে,ধাওয়া- পাল্টা- ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে তারা একের পর এক স্লোগান দিতে থাকে বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার কে ঘিরে শহরের প্রধান প্রধান ৫ টি সড়ক বন্ধ করে দেয় ছাত্ররা । এর আগে সকালে ১১টার দিকে শিক্ষার্থীরা শহরের
মুজিব সড়ক,চৌরাস্তা, বড়পুল ফজলুল হক রোড রেলগেট সহ বিভিন্ন রাস্তায় অবস্থান করে ১ঘন্টা পর স্বাধীনতা স্কয়ারে এসে অত্র এলাকা ঘিরে নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। এদিকে,জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নামদার আলী জানান, আন্দোলনরত ছাত্রদের শ্রমিকরা তাদের বাধা দিলে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট - পাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০