জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাম্পত্য কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে শারমীন খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরের দিকে নিহতের মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। নিহত শারমীন ওই গ্রামের হায়দার হোসেনের স্ত্রী ও বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
অন্যদিকে, সলঙ্গার ধুবিল মেহমান শাহী গ্রামে ছেলে গলা কেটে মা জহুরা খাতুনকে (৫৫) হত্যা করেছে। সে মেহশানশাহী গ্রামের মৃত জাবেদ আলীর স্ত্রী। পুলিশ ঘটনার পরই ঘাতক ছেলে রবিউল ইসলাম টুটুলকে (২৫) আটক করেছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মহসিন আলী জানান, প্রায় ৭/৮ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার মীরপাড়া গ্রামের শামছুল ইসলামের ছেলে হায়দার হোসেনের সাথে বেলকুচির শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে শারমীনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় উভয়ের মাঝে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে ভোরে উভয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শারমীনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরের দিকে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
অপরদিকে, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান জানান, মানসিক ভারসাম্যহীন ছেলে রবিউল ইসলাম টুটুলের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে টুটুল উত্তেজিত হয়ে দা দিয়ে মাকে গলা কেটে রক্তমাখা দা বাড়ীর ভিতর থেকে দৌড়ে বাড়ী থেকে বের হয়। এ সময় স্থানীয়রা রক্তমাখা দা দেখে তাকে আটক করে। পরে বাড়িতে গিয়ে গলাকাটা অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০