খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।
নিহতরা হলেন, জেলার রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম (৭০) ও বাসচালকের সহকারী শুকুর আলী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুইঁয়াগাঁতী এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশী-নিশা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম্বিয়া ও শুকুর ঘটনাস্থলে নিহত হন।
এ সময় ১০ বাসযাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠায় বলে জানান ওসি আক্তারুজ্জামান।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০