নিজস্ব প্রতিবেদক:সিরাজগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শাহীন (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি ও ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে পৌর এলাকার চর রায়পুর রেলওয়ে স্টেশনের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শাহীন শেখ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখ ওরফে দানুর ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক আজিম উদ্দিন ও আনিসুর রহমান জানান, রায়পুর রেলওয়ে স্টেশন এলাকায় মাদকের বড় ধরনের চালানের হাত-বদল হবে-এমন সংবাদের ভিত্তিত্তে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশও গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর মাদক ব্যবসায়ী শাহিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা আরো জানান, গুলিবিনিময়ের সময় এক এএসআই ও দুই কনস্টবেল আহত হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি রিভলবার দু রাউন্ড গুলি ও ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০