সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নাশকতার পরিকল্পনার অভিযোগে সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা থেকে ৬টি পেট্রোল বোমাসহ ৫ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- জানপুর মহল্লার সোলায়মান শেখের ছেলে হাফিজুল ইসলাম (২২), পাচঠাকুরীর নিজাম উদ্দিনের ২ ছেলে নাসির উদ্দিন (১৯) ও ওবায়দুল হক নাঈম (১৬), চরছোনগাছা মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে সবুজ ইসলাম (১৯) এবং চরছোনগাছার শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯)।
এর আগে শুক্রবার দুপুরে সদর উপজেলার ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে জমায়েত হয়ে বেশকিছু শিবিরকর্মী সরকার বিরোধী নাশকতার জন্য পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছে ৫ জনকে আটক করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এরা সবাই ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছেন ওসি।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০