সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় টহলরত পুলিশ পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর রহমান নামে (৩৫) এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত মিজানুর রহমান সিরাজগঞ্জ পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।আজ বুধবার ভোররাতে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাইন থেকে একটি পিকআপসহ ৫ পুলিশ সদস্য মহাসড়কে ডিউটিরত ছিলেন। রাত আড়াইটার দিকে টহলরত পিকআপটি কোনাবাড়ী এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় লালমনিরহাট থেকে ঢাকাগামী সাহানা ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস পুলিশ পিকআপটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ৫ জন আহত হন। গুরুত্বর অবস্থায় মিজানুর রহমানকে ঢাকায় নেয়ার পর সকালে মারা যান তিনি।
ওসি আরও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ এবং বাসের চালক লালমনিরহাট জেলার রসুলগঞ্জ থানার পাটগ্রামের শাহিদার রহমানের ছেলে মিলনকে আটক করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০