সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জরে বেলকুচিতে নুরুল ইসলাম (৫০) নামে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে বেলকুচি থানার পুলিশ ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বেলকুচি উপজলোর ধুকুরিয়াবেড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ । নিহত নুরুল ইসলাম ধুকুরিয়া বেড়া পশ্চিমপাড়া গ্রামের সওদাগর ব্যাপারীর ছেলে ।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে ধুকুরিয়া বেড়ায় একটি জমিতে তাঁত শ্রমিক নুরুল ইসলামরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ।
ওসি আরো জানান, নিহত নুরুল ইসলামের বাড়ী বেলকুচিতে হলেও এনায়তেপুর থানার মাধবপুরে শ্বশুর বাড়ীতে বসবাস করতো এবং টাঙ্গাইল জেলায় তাঁত শ্রমিকের কাজ করতো। দুদিন আগে সে বাড়িতে আসে।
ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে জমির মধ্যে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। তবে এটা হত্যা না আত্মহত্যা লাশ ময়না তদন্তরে জন্য মর্গে পাঠানো হয়েছে । রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০