জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আরএস রেলক্রসিংয়ের কাছে ট্রেনে কাটা পড়ে মনজিল তালুকদার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজিলের বাড়ি উল্লাপাড়া পৌরসভার নয়ানগাঁতী মহল্লায়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন জানান, দুপুরে আরএস রেলক্রসিং সংলগ্ন রেলপথ ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন মনজিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০