জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাসিয়ারা খাতুন হাসি (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষপানে আত্মহত্যার কথা বলা হলেও হাসির গলার নিচে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
হাসি ওই গ্রামের নয়ন ইসলামের স্ত্রী। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জয়রামপুর গ্রামের আজগর মোল্লার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকালে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরো জানান, বিষপানে আত্মহত্যার কথা বলা হলেও তার গলার নিচে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামী ও স্বামীর পরিবারের লোকজনও পলাতক রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান এসআই শাহিন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০