সিরাজগঞ্জ প্রতিনিধিঃ প্রেমের কারনে ভাংলো সংসার, নষ্ট হলো কলেজ ছাত্রী জলীর জীবন। প্রেম মানেনা জাত বেজাত, প্রেম মানেনা বাঁধা, প্রেমের টানে ঘর বাঁধার স্বপ্ন দেখতে অজানার উদ্দ্যেশে কলেজ ছাত্রীকে নিয়ে পালিয়ে ছিলেন আপন খালু লেলিন তালুকদার। মামলার পর কলেজ ছাত্রীকে চার মাস পর গাজীপুরের এক ভাড়া বাসা থেকে উদ্ধার করে বেলকুচি থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামে মালায়েশিয়া প্রবাসী জেলহক আলীর মেয়ে জলি খাতুন (১৭)। সে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আপন খালু লেলিন তালুকদার (২৭) সিরাজগঞ্জ সদর থানার পিপুলবাড়িয়া বেজগাতী গ্রামের বদিউজ্জামানের ছেলে।
বুধবার রাতে ঢাকার উত্তরা জসিম উদ্দিন রোড এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করে বেলকুচি থানার পুলিশ।
এ ঘটনায় কলেজ ছাত্রীর মামা সোহাগ বাবু গত ৪ মার্চ ২০১৮ ইং তারিখে বাদী হয়ে সিরাজগঞ্জ আদালতে অপহরণ মামলা করেন। মামলায় উল্ল্যেখ করেন গত ডিসেম্বর মাসের ১৫ তারিখে কলেজ ছাত্রী জলী প্রাইভেট পড়তে বাড়ী থেকে কলেজের দিকে যায়। এমন সময় তার আপন খালু লেলিন তালুকদার সহ তার লোকজন কলেজ মোর থেকে অপহরণ করে তুলে নিয়ে যায়।
বেলকুচি থানা উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, মেয়ের মামা সোহাগ বাবু গত মাসের ৪ তারিখে আদালতে অপহরণ মামলা করেন। মামলার সুত্র ধরে বুধবার রাতে ঢাকার উত্তরা জসিম উদ্দিন রোড এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে মেডিক্যাল চেক করানোর জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০