জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে নিখোঁজ হওয়ার সাতদিন পর একটি পুকুর থেকে আজম শেখ (২৫) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের কোবদাসপাড়া মহল্লার আরবান হাসপাতালের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজম শেখ ওই মহল্লার কোরবান শেখের ছেলে।
সিরাজগঞ্জ ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ হাসান জানান, সকালে কোবদাসপাড়া মহল্লার একটি পুকুরে আজম শেখের ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পরিদর্শক হাসান আরও বলেন, আজম শেখ সাতদিন আগে নিখোঁজ হয়। তবে এ ব্যাপারে থানায় কোনো মামলা বা সাধারণ ডায়রি করেনি তারা। তাকে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০