সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেতগাড়ী এলাকার একটি গর্ত থেকে রবিবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, বেতগাড়ী এলাকায় মহিষামুড়া-সোনামুখী আঞ্চলিক সড়কের পাশের একটি গর্তে বস্তাবন্দি মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ সময় তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তিন/চারদিন আগে তাকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে গর্তে ফেলে রাখা হয়। এ ঘটনায় গান্ধাইল ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০