জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক বিক্রেতা আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার সলপ ইউনিয়ের জনতার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মঞ্জুর আলম (৪৫) ওই ইউনিয়নের বাহিমান গ্রামের ফজু মন্ডলের ছেলে।
এ ব্যাপারে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, মঞ্জুর আলম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা, গাজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলো।
তিনি আরো জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ১৫২ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০