সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৯০ পিচ ইয়াবাসহ মো. অলি মোল্লা (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। আটক অলি মোল্লা উল্লাপাড়ার রামকান্তপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. সাকিবুল ইসলাম খান।
প্রেম বিজ্ঞপ্তিতে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার উল্লাপাড়া থানাধীন কালিগঞ্জ খেয়াঘাঁট মোড়ে অভিযান চালিয়ে মো. অলি মোল্লাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৯০ পিচ ইয়াবা, ১ টি মোবাইল সেট, ২ টি সিমকার্ড ও নগদ ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
তাকে উল্লাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০