সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের বিশেষ অভিযানে ৫৩ পিছ ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতীঁ গ্রামে অভিযান চালিয়ে ৫৩ পিছ ইয়াবাসহ মা ফিরুজা বেগম (৫০) ও মেয়ে মাফিয়া (১৯) কে গ্রেফতার করা হয়।
তারা মুকুন্দগাতীঁ গ্রামের বদিউজ্জামান বুদ্দুর স্ত্রী ও মেয়ে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মুকুন্দগাতীঁ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৩ পিছ ইয়াবাসহ মা-মেয়েকে গ্রেফতার করা হয়। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর24ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০