সিইসি ও চার নির্বাচন কমিশনার পদের জন্য সার্চ কমিটি ১০ জনের তালিকা চূড়ান্ত করেছে। এ তালিকা নিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সার্চ কমিটি। আইন অনুসারে, এ তালিকা থেকে ৫ জনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সিইসি পদে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নাম রয়েছে। চূড়ান্ত তালিকায় সাবেক প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়ালের নামও আছে। দৈনিক আমাদের সময়
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে তালিকায় সিইসি হিসেবে সাবেক দুই সচিবের নাম রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া চারজন নির্বাচন কমিশনারের বিপরীতে করা ৮ জনের তালিকায় আছেন দুজন শিক্ষক, দুজন নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের একজন, সাবেক একজন জেলা ও দায়রা জজ এবং সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার নাম।
প্রথম আলো জানায়, কমিশনার হিসেবে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, একজন জেলা ও দায়রা জজ, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নির্বাচন কমিশনের সাবেক একজন কর্মকর্তার থাকার সম্ভাবনা আছে। তবে সব মিলিয়ে বেসামরিক আমলাদেরই প্রাধান্য থাকতে পারে। অনুসন্ধান কমিটির কাছে নাম জমা দেওয়া আওয়ামী লীগসহ অন্য দলগুলোর নেতারা এমনটাই মনে করছেন। তাঁরা বলছেন, তাঁদের দেওয়া নামের তালিকা এ বিবেচনা থেকেই করা হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে রাজনৈতিক দলগুলো যেসব নাম দিয়েছে, নতুন কমিশনের সবাই এসব প্রস্তাব থেকে আসবেন, এমনটা না–ও হতে পারে। রাষ্ট্রপতির কাছে যে চূড়ান্ত তালিকা পাঠানো হবে, সেখানে অনুসন্ধান কমিটির সদস্যদের বাছাই করা কিছু নামও থাকতে পারে।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০