নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় ইসলামী ব্যাংকের ৩৩২তম শাখার উদ্ভোধন করা হয়েছে। রবিবার সকালে সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ব্যাংকটির শাখার উদ্ধোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
পরে ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি,ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী আব্দুল হামিদ মিয়া,এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মাহবুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোহাম্মাদ ইয়াহিয়া, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ ব্যাংকের গ্রাহকরা। এসময় প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, বর্তমানে এখনও ৮কোটি মানুষের কোন ব্যাংক একাউন্ট নেই। ১কোটি মানুষ মোবাইল ব্যাংকিংকে লেনদেন করেন। তাই আগামী দিনে ব্যাংকিং হবে ক্যাশ লেস ব্যাংকিং। এজন্য ব্যাংকগুলো ভবিষৎ চিন্তা করে তাদের সেবাগুলো মানুষের কাছে পৌছে দিবে।
খবর২৪ঘণ্টা/এমর্কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০