পাবনার চাটমোহর উপজেলার জবেরপুর গ্রামের ভ্যানচালক আব্দুস সালামকে সালিশি বৈঠকে ডেকে নিয়ে যাওয়ার পর তিন মাসেও তার সন্ধান পাচ্ছে না পরিবার।
তিন মাস ধরে সালাম নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানায় গিয়েও কোনো সুরাহা হয়নি।
সোমবার বেলা সাড়ে ১১টায় জবেরপুর গ্রামে নিজ বাড়িতে সালামের পরিবার সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সালামের স্ত্রী রুমা খাতুন। পরিবারের দাবি, ‘সালামকে হত্যা করে গুম করা হয়েছে।’
রুমা খাতুন জানান, গত ১৩ মার্চ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের আফসার আলীর ছেলে ভ্যানচালক আব্দুস সালামকে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি সালিশের কথা বলে ডেকে নিয়ে যান।তিনি সেদিন আর বাড়ি ফিরেননি।
যারা সালামকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন জবেরপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, জাহের আলীর ছেলে শফিকুল ইসলাম।
পরের দিন ১৪ মার্চ সালামের বাবা চাটমোহর থানায় ছেলের সন্ধান চেয়ে একটি সাধারন ডায়েরি করেন।
রুমা খাতুন বলেন, ‘জিডি করলেও পুলিশ সালামের কোনো সন্ধান করছেন না। সে আত্মগোপনে আছে, এমন কথাই আমাদের বারবার বলছে। আমাদের নিকট আত্মীয় আশরাফুল সালামের সন্ধান করে দেবেন বলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন।’
সংবাদ সম্মেলনে নিখোঁজ সালামের বাবা আফসার আলী, মা সুরুতন নেছা, চাচা সাইদুল ইসলাম, ছোট ভাই শরিফুল ইসলাম বক্তব্য দেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘নিখোঁজ সালামের সন্ধান পেতে পুলিশ তৎপর আছে। তিন মাস আগে থানায় জিডি গ্রহণ করার পরে আশপাশের সব থানায় তার ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে’
তিনি আরও বলেন, ‘সে কোনো বিশেষ কারণে নিজেকে আত্মগোপন করে রেখেছে এবং তার পরিবারের সাথেও যোগাযোগ হতে পারে বলে আমরা ধারণা করছি।’
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০