খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: দুর্দান্ত পারফরমেন্স দিয়ে পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছেন মোহাম্মদ সালাহ। তবে তার শৈশবের হিরো জিনেদিন জিদান। বর্তমানে সালাহ তারকা খেলোযাড় আর জিদান বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ। শনিবার দিবাগত রাতে সেই জিদানের ক্লাবের বিপক্ষেই ইউরোপ সেরার ফাইনালে মাঠে নামবে মোহাম্মদ সালাহ’র লিভারপুল।
ফাইনালের আগে উয়েফার ওয়েবসাইটে মিশরীয় তারকা সালাহ’র একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে সালাহ জিদান সম্পর্কে বলেছেন, ‘আমার শৈশবের আদর্শ ও হিরোদের তালিকায় আছেন টট্টি, ব্রাজিলের রোনাল্ডো ও জিনেদিন জিদান।’
রিয়াল মাদ্রিদে সালাহ বলেন, ‘রিয়াল মাদ্রিদ এমনই একটি দল যারা এই ট্রফিটি অন্য যেকোনো ক্লাবের চেয়ে বেশিবার জিতেছে। গত চার বছরে তারা চ্যাম্পিয়নস লিগের তিনটি শিরোপা জিতেছে। কিন্তু ফাইনাল একটা ম্যাচ। দু'টি ম্যাচ নয়। সুতরাং আমরা শুধু এই ম্যাচটি নিয়েই ভাবছি। আমরা অতীতের কিছু নিয়ে ভাবতে চাই না। যখন আমরা মাঠে খেলব তখন ১১ জনের বিপক্ষে ১১ জন খেলব। অতীত ইতিহাস নয়।’
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০