খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ফের আইনি বিপাকে সালমান খান। কৃষ্ণসার হত্যা মামলার পর এ বার জাতিবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। একই সঙ্গে বিপাকে শিল্পা শেট্টি এবং ফিল্ম অ্যানালিস্ট কোমল নাহাটাও।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ জাতিবিদ্বেষী মন্তব্য করার। রাজস্থানের চুরু জেলার ডেপুটি পুলিশ সুপার সালমানদের সমন পাঠিয়েছেন।
অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ, একটি সাক্ষাৎকারে জাত তুলে মন্তব্য করেছেন সলমন ও শিল্পা। সেই শো-এর সঞ্চালক ছিলেন কোমল নাহাটা। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারের সময় নিজের নাচের স্টাইল নিয়ে কথা বলতে গিয়ে সালমান একটি আপত্তিকর শব্দ উচ্চারণ করেন। তিনি বলেন, “নাচের সময় আমায় ভাঙ্গির মতো লাগে।” বাড়িতে থাকার সময় তাঁকে কেমন দেখতে লাগে, তা বলতে গিয়েও‘ভাঙ্গি’শব্দটি উচ্চারণ করেন শিল্পা।
আপত্তি ওঠে এই শব্দটি নিয়েই।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, গত মাসে এই সাক্ষাৎকারের পরদিনই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে রোজগার আঘরী রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া। জনসমক্ষে ‘ভাঙ্গি’ শব্দটি উচ্চারণ করে তফশিলি জাতিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ছিল তাঁদের।
এই ঘটনার পরই শিল্পা টুইটারে ক্ষমাপ্রার্থনা করেন। তিনি লেখেন, ‘‘একটি সাক্ষাৎকারে আমার কিছু কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। কাউকে আঘাত করার জন্য কোনও কথা আমি বলিনি।... আমার কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী...।’’
যদিও এ বিষয়ে সলমন বা কোমল নাহাটার তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০