বিনোদন,ডেস্ক: অনলাইনে ফাঁস হয়ে গেল সালমান খান অভিনীত ‘দাবাং থ্রি’। ২০ ডিসেম্বর মুক্তির প্রথমদিনেই ছবিটি অনলাইনে ফাঁস হয়ে যায়। ইন্ডিয়া এক্সপ্রেসের খবর, বেআইনিভাবে ছবি ডাউনলোড ও পাইরেসি কঠোর হাতে আটকানোর পরও এই ধরনের ঘটনা সিনেমা ব্যবসায়ীদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই আটকানো যাচ্ছে না তামিলরকার্সকে।
তারা বিভিন্ন ভাষার ছবি অনলাইনে লিক করে দিচ্ছে। কর্তৃপক্ষ তাদের আটকাতে ব্যর্থ কারণ তারা প্রতিনিয়ত তাদের ডোমেন পরিবর্তন করে আসছে। এইচ ডি কোয়ালিটির প্রিন্ট তারা ফাঁস করে দেয়। এর আগে মাদ্রাজ হাইকোর্ট ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ১২,০০০ হাজার ওয়েবসাইট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছিল। যার মধ্যে ২০০০ হাজার ওয়েবসাইট ছিল তামিলরকার্সের।
কিন্তু তাতেও দমানো যায়নি পাইরেসির দৌরাত্ম্য। প্রভুদেবার পরিচালনায় সালমান ছাড়া আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, আরবাজ খান, মাহি গিলসহ অনেকে। দক্ষিণী অভিনেতা সুদীপ ছবিতে খলচরিত্রে রয়েছেন।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০