খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ফেসবুক পোস্টের মাধ্যমে সালমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছিলেন অরিজিৎ। কিন্তু তাতেও মন গলেনি নায়কের। গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে পুরনো ঝামেলা মিটিয়ে নেওয়ার কোনও লক্ষণই দেখাচ্ছেন না বলিউডের সুপারস্টার সালমান খান। একের পর ভাইজানের ছবি থেকে বাদ পরছে অরিজিতের গাওয়া গান।
ফের সলমনের কোপে পড়লেন অরিজিৎ।
‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক‘ ছবি থেকেও অরিজিতের গাওয়া একটি গান বাদ দিয়েছেন সালমান। বলি-অন্দরের খবর নতুন করে গানটি গেয়েছেন রাহত ফতে আলি খান। এর আগে ‘সুলতান’ ছবিতে অরিজিতের গাওয়া ‘জগ ঘুমিয়া’ গানটি বাদ দিয়ে, সেটি রাহত ফতে আলি খানকে দিয়ে গাওয়ান ভাইজান।
প্রসঙ্গত,’ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে সালমান অবশ্য অভিনয় করছেন না। তাঁকে একটি আইটেম নম্বরে দেখা যাবে৷
তবে অরিজিতের গাওয়া গান বাদ দেওয়া নিয়ে সালমানের মন্তব্য “সব ছবিতেই অনেকে গান গায়। ছবিতে কোন গানগুলি রাখা হবে, সে বিষয়ে পরিচালক ও প্রযোজকই সিদ্ধান্ত নেন। আমার গাওয়া একটি গানও বাদ দেওয়া হয়েছে। তাই এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০