খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পর বিদ্যুতের ছোঁয়া পেল ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের ৫ শতাধিক পরিবার।
রবিবার বিকেলে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ উপনেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
এ উপলক্ষে খদ্দ লক্ষনদিয়া প্রাইমারী স্কুল মাঠে এক সমাবেশের আয়োজন করে।
গট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দা সাজেদা চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের হোসেন, সালথা উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, পল্লী বিদ্যুতের জিএম রাম শংকর রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান চয়ন, যুবলীগ নেতা খায়রুজ্জামান বাবু প্রমুখ।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ৯ কিলোমিটার এলাকার প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০