খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সাভারে নিজ বাড়ি থেকে মাবরুকা ফেরদৌসি ঐশী নামের (২০) এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সাভার পৌর এলাকার গেন্ডা পুকুরপাড় এলাকার তিন তলা ফ্ল্যাটের একটি রুম থেকে তার লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, রাতে ওই কলেজ ছাত্রীর নিজ কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় তার ভাই ।
পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সে সাভারের আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল।
তার বাবা প্রফেসর মিজানুর রহমান চৌধুরী ও তার মা ঢাকায় চাকুরি করেন। তাদের বাড়িতে তার ভাই ও সে থাকতো।
কিভাবে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওই কলেজ ছাত্রীর বাড়ি ফরিদপুর জেলায় বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০