খবর২৪ঘণ্টা ডেস্ক: সাভার থেকে অপহরণের ৩দিন পর জয়ন্ত নামে ৪ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৪ জুলাই, বুধবার রাত ১১টার দিকে সাভার-সিংগাইয়ের সীমানা ব্রিজের নিচে বংশী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু জয়ন্তের মরদেহ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- শুভ ও নাছির। তারা সম্পর্কে শালা-দুলাভাই।
অপহৃত শিশুর বাবা সনু জানান, তিনি সাভারে হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার পাশের কক্ষে ভাড়া থাকতো শুভ ও নাছির। ১ জুলাই বেলা ১১টার পর থেকে শিশু জয়ন্তকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ২ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে অপহরণকারী মুক্তিপণ চেয়ে এক লাখ টাকা দাবি করে। পরে তিনি বিকাশে সাত হাজার টাকা দেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগার আলী জানান, গত ২ জুলাই শিশু জয়ন্ত নিখোঁজের সাধারণ ডায়েরির সূত্রধরে তদন্ত শুরু হয়। প্রযুক্তির পাশাপাশি এলাকায় গোয়ান্দা নজরদারি বাড়ানো হয়। অপহৃত শিশুর প্রতিবেশী শুভ ও নাছির শিশুটির বাবাকে নানাভাবে বুঝানোর চেষ্টা ও বুদ্ধি পরামর্শ দিয়ে আসছিল। বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এক পর্যায়ে অপহরণ ঘটনাটি সামনে আসে।
এ ঘটনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক আবুল বাশার জানান, সাভার মডেল থানার সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করা হয়। পরে শিশু জয়ন্তের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০