খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: কাতালোনিয়ার সাবেক নেতা চার্লস পুজদেমন জার্মানিতে আটক হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ডেনমার্ক থেকে বেলজিয়ামে যাওয়ার পথে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
উসকানি এবং বিদ্রোহের অভিযোগে স্পেনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু গত অক্টোবরে স্বাধীনতার প্রশ্নে নিষিদ্ধ গণভোটের পর থেকেই স্বেচ্ছায় বেলজিয়ামে নির্বাসিত রয়েছেন পুজদেমন।
কিছুদিন আগে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানাও পুনরায় সক্রিয় করা হয়। স্পেনে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে তার ৩০ বছর পর্যন্ত সাজা হতে পারে। শুক্রবার কাতালোনিয়ার প্রেসিডেন্ট প্রার্থী নতুন নেতা জর্দি টুরুলকে গ্রেপ্তারের পর বার্সেলোনায় উত্তেজনা চলছে।
কাতালোনিয়ার ২৫ নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারে স্পেনের সুপ্রিম কোর্ট রুল দেয়ার পর সেই উত্তেজনা আরো বেড়েছে। পুলিশের সঙ্গে সেখানে সহিংসতার ঘটনাও ঘটেছে।
ওই গণভোটের পর কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করে স্পেনের কেন্দ্রীয় সরকার এবং নতুন নির্বাচন ঘোষণা করে। যদিও সেই নির্বাচনেও স্বাধীনতাপন্থীরাই জয় পেয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০