নওগাঁ প্রতিনিধি: নানীর বাড়ী বেড়াতে এসে বজ্রপাতে লাশ হয়ে বাসায় ফিরলেন মফিজুল ইসলাম (১৩) নামের এক অবুঝ শিশু। মফিজুলের বাড়ী সাপাহার সদরের গোডাউন পাড়ায় সে ওই গ্রামের ইসাহাক আলীর ছেলে। একই সাথে হাফিজুর রহমান (১৫)নামের আরোও এক ছেলের মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে রোববার দুপুর ২টার দিকে উপজেলার তাঁতইর গ্রামের আফজাল হোসেন এর ছেলে আফজাল সহ ওই গ্রামে নানীর বাড়ী বেড়াতে আসা মফিজুল ও গ্রামের আরোও অন্যান্য ছেলেরা তাঁতইর স্কুল মাঠে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সাথে আকাশ হতে বজ্রপাত ঘটলে বজ্রপাতের ঝলকানী ও তীব্র আওয়াজে আফজাল ও মফিজুল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে লোকজন তাদেরকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরএ নিয়ে এলে কর্তব্যরত চিচিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষনা করেন। শিশু মফিজুল ও আফজাল হোসেন এর অকাল মৃত্যুতে মহুর্তে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে। সাপাহার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল হাই ঘটনাটি শুনেছেন ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০