বিনোদন ডেস্ক: টালিউডের আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাহসী দৃশ্যে দারুণ প্রশংসিত হয়েছেন। যুবকদের মনে এখনও ঝড় তোলেন তিনি। তবে শ্রীলেখা শুধু আবেদনময়ী চরিত্রেই নয়। যেকোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে পারেন।
এবার খুব সাদামাটা চরিত্রে হাজির হচ্ছেন শ্রীলেখা। ছবির নাম ‘সুদক্ষিণার শাড়ি’। সাদামাটা, ছাপোষা লুকে দেখা যাবে শ্রীলেখাকে। সম্প্রতি বোলপুর থেকে ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে ছবির শুটিংয়ে গিয়েছিলেন। প্রচেত গুপ্তর গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবিটি। খবর ভারতীয় গণমাধ্যমের।
জানা গেছে, একজন নারীর সাধারণ থেকে অনন্য হওয়ার যাত্রাই এই ছবির উপজীব্য। খুব তাড়াতাড়ি জি বাংলা অরিজিনালে দেখা যাবে ‘সুদক্ষিণার শাড়ি’।
অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল আমি শ্রীলেখা নিয়ে বেশ সরব অভিনেত্রী। ভক্তদের জন্য নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন তিনি।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০