খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সাতক্ষীরার লক্ষীদাড়ি সীমান্ত থেকে থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। রোববার সকাল ৯টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় সাতক্ষীরা-৩৮ বিজিবি।
সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহামান জানান, গত ৫ ফেব্রুয়ারি বিজিবির ভোমরা ক্যাম্পের নায়েক সুবেদর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তের ৩নং মেইন পিলারের বাংলাদেশি সীমান্ত থেকে বিপুল পরিমাণ হীরার গহনা জব্দ করে। গহনাগুলো হীরার কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষার পর দেখা যায় সেগুলো হীরার গহনা। গহনাগুলোর মধ্যে ৯৭ পিস হীরার আংটি, ২০ পিস লকেট ও ৫০ পিস নাকফুল। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও বলেন, চোরাকারবারিরা এসব গহনা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০