খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সাতক্ষীরা বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টার দিকে আশাশুনি সড়কের নওয়াপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুধহাটা স্বাস্থ্য কপপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশাশুনি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ট- ১৪-১২০৫) বুধহাটার নওয়াপাড়া নামকস্থানে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ১৬-১২১৩) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে নারী-পুরুষ শিশুসহ কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকরে মুখোমুখি সংঘর্ষে ৪০ জনের মত আহত হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০