বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। তবে দিনের শুরুটা ভালো হয়নি লঙ্কানদের জন্য। কারণ প্রথম সেশনের এক ঘণ্টার মধ্যে দুই উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন ও সাকিব আল হাসান।
এবাদত-সাকিবের পেস-স্পিনর ভেলকিতে সাজঘরে ফেরেন দলপতি দিমুথ করুণারত্নকে বোল্ড করেন সাকিব। আউট হওয়ার আগে ১৫৫ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। আর রানের খাতা খুলতেই পারেননি কাসুন রাজিথা। তাকে বোল্ড আউট করেন এবাদত।
শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিজে আছেন অ্যাঞ্জেলা ম্যাথিউজ ও ঢনানজয়া। এখন দেখার বিষয় তারা এবাদত-সাকিবদের মোকাবেলা করে সেশনটি পার করতে পারবেন নাকি দলের জন্য দুশ্চিন্তা বয়ে নিয়ে আসবেন।
বিএ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০