নিজস্ব প্রতিবেদক :
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী ও জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে একনজর দেখতে আদালত প্রাঙ্গনে ভিড় জমান উৎসুক জনতা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সাঈদীকে প্রিজন ভ্যান যোগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হলেও এর আগে থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ তাকে একনজর
দেখতে ভিড় জমান। আদালতে প্রবেশের মূল ফটক থেকে শুরু করে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত পর্যন্ত মানুষের ব্যাপক ভিড় ছিলো। তবে এদিন হাজিরাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দায়রা জজ আদালত পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয়নি। বেলা সোয়া ১১টার দিকে আদালতে
নিয়ে আসা হলে সাঈদী প্রিজন ভ্যানের উপর থেকে নামার সময় তিনি সবার উদ্দেশ্যে হাত তুলেন। পরে তাকে হুইল চেয়ারে করে আদালতে তোলায় হয়। এ সময় তার দুই ছেলে ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০