সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

‘সাইবার অ্যাটাকের’ পেছনেও হাত আছে উত্তর কোরিয়ার!

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৯, ২০১৭ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্কর সব সামরিক মহড়া। আর তারই জের ধরে এবার তথাকথিত ‘ডধহহধঈৎু’ সাইবার অ্যাটাকের জন্য উত্তর কোরিয়াকে সরাসরি দায়ি বলে অভিযোগ করল যুক্তরাষ্ট্র। বছরের শুরুর দিকে হাসপাতাল থেকে ব্যাংক কিংবা অন্যান্য বেশ কিছু কোম্পানিতে সাইবার হামলায় উত্তর কোরিয়ার হাত রয়েছে বলে সোমবার দাবি করেছেন হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তার।

এই সাইবার হামলায় প্রচুর ক্ষতি হয়েছে যার জন্য দায়ি উত্তর কোরিয়া, হোয়াইট হাউসের পক্ষ থেকে টম বসার্টের এই মন্তব্য ওয়াল স্ট্রিট জার্নালে অনলাইনে উঠে আসে।

এসময় বসার্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্ষতি করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, তবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ওয়াশিংটন কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।