রাজশাহী মহানগর প্রেসক্লাব (আরএমপিসি) এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী ও সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামানের “মা” মোসাঃ হাজেরা বেগম (৭৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী মহানগর প্রেসক্লাব।
এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন আরআরইউ সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক মুহাঃ আব্দুল আউয়াল অপর দিকে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঈন উদ্দিন বিবৃতিতে নেতৃদ্বয় মোসাঃ হাজেরা বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেন।
রাজশাহী মহানগরীর কাজলা অক্ট্রোয় মোড় (১৫২), এলাকার মোসলেম উদ্দীনের সহধর্মিনী মোসাঃ হাজেরা বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)।
শনিবার(৫ ফেব্রুয়ারী) সকাল সোয়া ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩২নং ওয়ার্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ ও অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০