খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নিখোঁজের প্রায় আড়াই মাস পর সাংবাদিক উৎপল দাসের খোঁজ মিলেছে নারায়ণগঞ্জে।
মঙ্গলবার রাত ১২টার দিকে তার সঙ্গে ফোনে কথা হয়েছে বলে উৎপলের পত্রিকা পূর্বপশ্চিমবিডি ডটনিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, “বুক থেকে পাথর নেমে গেছে। উৎপল নারায়ণগঞ্জে আছে। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়েছে।”
উৎপলের বাবা চিত্তরঞ্জন দাসও ছেলে ফিরে আসার কথা জানিয়েছেন।
তিনি মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মায়ের সঙ্গে উৎপলের কথা হয়েছে। সে এখন রূপগঞ্জে আছে বলে জানিয়েছে।”
উৎপলের মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন নারায়ণগঞ্জের রূপগঞ্জে আছি। গ্রামের বাড়ি নরসিংদী যাব। আমি ভালো আছি। বেড়াতে বের হয়েছিলাম।”
পূর্বপশ্চিমবিডি ডটনিউজের সিনিয়র রিপোর্টার উৎপল গত ১০ অক্টোবর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০