নিজস্ব প্রতিবেদক :
কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলামকে মারধর করে আহত করার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে মানববন্ধন করেছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। বুধবার সকাল ১০টার দিকে নগরীর আলুপট্টি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাজী শাহেদ ও সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে সাংবাদিক
রফিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে হামলকারীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, গত সোমবার সকাল ১০টায় রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার নিরাপত্তা রক্ষীরা মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে সাংবাদিক রফিককে মারধর করে। পরে পুলিশ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০