নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৮৫টি ডিসিপ্লিনে চিকিৎসা ক্ষেত্রে উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ থাকবে। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের চিকিৎসা শিক্ষার সমন্বয় সাধনে কমিউলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ (সিজিপিএ) ফলাফল সিস্টেম চালু, ব্যাচেলর অফ ইউনানী মেডিসিন এন্ড সার্জারি কোর্স এবং ব্যাচেলর অফ নার্সিং কোর্সের শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করা হবে। আজ আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে আরও জানাচ্ছি যে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগত সম্মতি প্রদান করেছেন। এরআগে গত ২২ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নগরীর বড় বনগ্রাম এলাকায় প্রায় ৮৬ একর জমি নির্বাচন করা হয়েছে এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে অনাপত্তিপত্র নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন এবং পরবর্তী কার্যক্রম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগে জমা দেওয়া হয়েছে। ইতোমধ্যে উক্ত জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনও পাওয়া গেছে।
মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. সারওয়ার জাহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০