খবর ২৪ঘণ্টা ডেস্ক: অবশেষে আসন্ন সংসদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে মোটরসাইকেলে খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়।
গত ২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। দেশের বিভিন্ন সংবাদিক সংগঠন, পর্যবেক্ষক সংস্থা ও বুদ্ধিজীবীরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার আলোচনায় বসে। আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ফলে আগের মতো গাড়ির স্টিকার লাগিয়ে ভোটের সংবাদ সংগ্রহ করতে পারবেন সাংবাদিকরা। তবে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০