নিজস্ব প্রতিবেদক :
সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মিটিং-মিছিলে ও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ জুন ২৮ জুন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ২১ টি কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা/২০১৮ অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আইন-শৃঙ্খলা
রক্ষা করার নিমিত্ত আমি নিম্নস্বাক্ষরকারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২১/০৬/২০১৯ খ্রিঃ ও ২৮/০৬/২০১৯ খ্রিঃ তারিখ শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে নিম্ন বর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করলাম। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(১) রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী।
(২) রাজশাহী শিক্ষাবোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী।
(৩) রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী।
(৪) অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর, মতিহার, রাজশাহী।
(৫) রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, রাজশাহী।
(৬) শাহ্ মখদুম কলেজ, রাজশাহী।
(৭) বরেন্দ্র কলেজ, রাজশাহী।
(৮) সরকারি পি, এন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী।
(৯) শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, রাজশাহী।
(১০) রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী।
(১১) রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী।
(১২) রাজশাহী সরকারী সিটি কলেজ, রাজশাহী।
(১৩) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী।
(১৪) রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়, হেতেম খাঁ, রাজশাহী।
(১৫) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী।
(১৬) রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী।
(১৭) নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী।
(১৮) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, রাজশাহী।
(১৯) হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, লক্ষিপুর, ভাটাপাড়া, রাজশাহী।
(২০) রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী।
(২১) রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ, রাজশাহী।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০