খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মিলিয়ে মোট ২ হাজার ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সশস্ত্র বাহিনীতে কর্মরতদের পরিবারের ১৮৮ জন সদস্য এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য মোট ৫৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে সশস্ত্র বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা ২৭৮৮ জন।
আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩১০ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সিএমএইচ-এ ভর্তি সব রোগী সুস্থ রয়েছেন। আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৭ জন মারা গেছেন। মৃতদের ১৪ জনের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। এই ১৪ জনই অবসরপ্রাপ্ত। ৩ জন কর্মরত সামরিক/বেসামরিক সদস্য মারা গেছেন। যাদের প্রত্যেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
আইএসপিআর-এর প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মরত সকল সদস্য, তাদের পরিবারের সদস্য ও অবসরপ্রাপ্ত সদস্যদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিসহ (এএফআইপি) সকল ‘ এ মোট ১৩টি আরটিপিসিআর মেশিন প্রতিনিয়ত কাজ করে চলেছে। এছাড়া সকল সিএমএইচ-এ পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম মজুত আছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত সামরিক বাহিনীর পিসিআর ল্যাবরেটরিতে সশস্ত্র বাহিনীর ১০ হাজার ৩৭৮ জন, পরিবারের সদস্য ২ হাজার ১২০ জন এবং বেসামরিকসহ অন্যান্য ৪ হাজার ৬৫৩ জন সদস্যের মোট ১৭ হাজার ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রণীত সকল স্বাস্থ্য বিধি মেনে কোভিড-১৯ সংক্রমিত রোগীদের সেনাবাহিনীর প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০