খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও রাজনীতি বিশ্লেষক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এবারের নির্বাচন একটা অন্যরকম গ্রহণযোগ্য নির্বাচন হবে। এখন সারা দেশের মানুষ পরিবর্তন চায়। কারণ সরকারের যে বিরাট জবরদখল বিচার এটা আর চলছে না। ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত কোথাও দেখা যায়নি, বিচার বিভাগের এতোটা ভীত সংস্করণ।তিনি বলেন, আলোকচিত্রী শহিদুল আলম যিনি সব সময় আওয়ামী লীগের বড়সমর্থক। আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আলোকচিত্রী, এবং শেখ মুজিবের জন্য আলোকচিত্র তুলেছেন এই শহিদুল আলম। বঙ্গবন্ধুর জন্য সে যা করেছিল, আর কেউ তা করেনি, এমনকি আওয়ামী লীগ নিজেও তা করেনি। আর সেই লোকটা কিছু কথা বলেছে বলে তাকে কারাগারে ভরে রেখেছে। সরকার তার গায়ের জোর দেখাচ্ছে। সরকার পৃথিবীকে অগ্রাহ্য করছে। সব জায়গায় এটা নিয়ে আলোচনা চলছে। সরকার ভয় পেয়েছে, তার কারণ তারা একের পর এক ভুল করছে। দ্বিতীয়তো তোফায়েল আহমেদ হঠাৎ বলে ফেললেন এক লাখ লোক মারা যাবে। এদিকে ওবায়দুল বলছে মাইনোরিটিদের খবর আছে। এগুলো ভয় পাওয়া মানুষের কথা।
তিনি আরো বলেন, নির্বাচনের ৪ মাস আগে ৫ লাখ ৫ হাজার ১৯৮ কোটি টাকা মাদ্রাসা সংস্কারের জন্য দেওয়া হচ্ছে সরকার থেকে। এটা একপ্রকার ঘুষ দিচ্ছে সরকার। খালেদা জিয়ার মামলার রায় হবে জেলখানার ভিতর গিয়ে। খালেদা জিয়ার বিচারের জন্য কোর্টকে জেলখানার ভিতরে নেয়ার প্রস্তাব এটা একটা উদভ্রান্ত প্রস্তাব। এদিকে বিচার বিভাগে জজসাহেবের ভীত সন্ত্রস্ত অবস্থা। দেড়মাস পরে শহিদুল আলমের জামিন নামঞ্জুর হল। ভীত সন্ত্রস্ত না হলে এই কাজগুলো করা সম্ভব হয় না।তিনি বলেন, সবাই নির্বাচনে যাবে, বিএনপি, বামফ্রন্ট, জাতীয় ঐক্য যুক্তফ্রন্ট এবং গণফোরাম তারা সবাই নির্বাচনে যাবে এবং একটা বড় ভূমিকা রাখবে। তাদের সম্মিলিত চেষ্টায় যে জাতীয় ঐক্যটা হবে সেটা বাংলাদেশে নতুন ধরনের রাজনীতি শুরু হবে। এখানে শান্তি ও সমৃদ্ধি আসবে। এখানে বাংলাদেশের সমৃদ্ধি এসেছে কিন্তু শান্তি আসেনি।
তিনি বলেন,আগামী নির্বাচনে সম্মিলিত বিরোধী দলই জয়ী হবে। সরকারের যত অপ্রচেষ্টা থাকুক, জনগণ এখন নতুন কিছু চায়। জনগণ পরিবর্তন চায়, আর এই সরকারকে রেখে পরিবর্তন হবে না। নতুন সরকার এমন পরিকল্পনা নিয়ে আসবেন। তারা সরকারে আসার পর পাঁচ বছরে অন্তত পাঁচ লাখ শিক্ষিত বেকারের চাকরি হবে, দেশে আরো ৫০টি নতুন শহর হবে।সূত্র: আমাদের সময়.কম
খবর ২৪ ঘণ্টা/এমআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০