সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ২৮ ডিসেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

সরকার পাহাড়ের উন্নয়নে সবচেয়ে বেশি মনোযোগী: তথ্যমন্ত্রী

অনলাইন ভার্সন
ডিসেম্বর ২৮, ২০২০ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পাহাড়ের উন্নয়নে বেশি মনোযোগী। আজ সোমবার রাঙামাটির সাজেক ভ্যালিতে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জের উদ্বোধনকালে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তিতে খুশি নয়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী মাউন্টেইন সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

সাজেক থেকে শুরু হওয়া মাউন্টেইন রেসিং বান্দরবানের থানচিতে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ প্রতিযোগী অংশ নেয়। তিন দিনে প্রতিযোগীরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। মাউন্টেইন সাইক্লিং প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ের পর্যটন আরও বিকশিত হবে মনে করছেন আয়োজকরা।

জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।