নিজস্ব প্রতিবেদক : সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নয়। মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ছাত্র রাজনীতির কোনো দোষ নেই, ছাত্র রাজনীতির নামে যারা অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই নজরদারীতে, যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কি না সেটা পরে জানতে পারবেন।
খবর২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০