নিজস্ব প্রতিবেদক :
সরকারী নির্দেশ অমান্য করে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে কোচিং সেন্টার খোলা রেখে কার্যক্রম চালিয়ে যাওয়ায় রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। শুক্রবার বেলা ১১টার দিক থেকে নগরীর মালোপাড়া ও সোনাদিঘীর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন সময় অধিকাংশ কোচিং খোলা পাওয়া যায়। এ সময় কোচিং কর্তৃপক্ষকে ধরে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার না চালানোর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারি ম্যাজিস্টেট শরীফ আসিফ রহমান ও মোসা. রণী খাতুন। অভিযানে খোলা রাখা সবগুলো কোচিং বন্ধ করে দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০