খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকারি হাসপাতালেই চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালেই উন্নত চিকিৎসা হয়। একজন রোগীর চিকিৎসা দিতে যে ধরনের সুবিধাগুলো দরকার তার সবই সরকারি হাসপাতালে আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপির পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে তার প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর অসুস্থতা গুরুতর কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেয়া হবে। তিনি বলেন, কারাগারে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। সচিব-আইজি (প্রিজন)কে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- খালেদা জিয়ার শরীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন তাকে আসলে কোন হাসপালে ভর্তি করানো দরকার, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি চিকিৎসকরা বলেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারি হাসপাতালে নেই তাহলে বিকল্প চিন্তা করা হবে।
এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে সচিবালয়ে বিএনপির প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ দাবি জানান। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক একথা জানান।
মির্জা ফখরুল বলেন, আমরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন। আমাদের দাবির প্রেক্ষিতে তিনি সরকারের সিদ্ধান্ত পরে জানান বলে জানিয়েছেন। দুপুরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সঙ্গে বৈঠকে করেন বিএনপির শীর্ষ নেতারা। রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ৭ জন সদস্য সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন। কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সাক্ষাতের সময় দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ৭ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন- তিনি অত্যন্ত অসুস্থ। তার বাম হাত ও বাম পা প্রায় অবশ হয়ে গেছে। অসহ্য ব্যথা অনুভব করছেন তিনি। একই কথা তিনি গত ৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত আদালত কক্ষেও বলেছেন।
খালেদা জিয়ার কোনো চিকিৎসা হচ্ছে না দাবি করে মির্জা ফখরুল আরও বলেছিলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে (খালেদা জিয়া) সাজানো মিথ্যা মামলায় শাস্তি দিয়ে কারাগারে বেআইনিভাবে আটক রেখে হত্যা করার হীনপ্রচেষ্টা চালাচ্ছে সরকার।’
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০