সরকারি বিদ্যালয়ে লটারির মাধ্যমে নির্বাচিত অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ সোমবার (২৫ জানুয়ারি)। এর মাধ্যমে প্রথমবারের মতো সরকারি স্কুলে সব শ্রেণিতে শিক্ষার্থীদের বাছাই কার্যক্রম শেষ হচ্ছে।
প্রথম তালিকার পর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে, ২৫ জানুয়ারি তার শেষ দিন ছিল।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শেষ হওয়ার মাধ্যমে সরকারি স্কুলের ভর্তির কার্যক্রম শেষ হচ্ছে। মোট কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এ মাসের মধ্যে শেষ হবে। সেসব প্রতিষ্ঠানে কত শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়েছে সে তথ্য সংগ্রহ করা হবে।
গত ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সরকারি মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ২০ জানুয়ারির এবং অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়।
ভর্তিতে কোটা ও অন্যান্য সব কাগজ যাচাই করার নির্দেশ দেয়া হয়। ভর্তি নির্দেশনায় আরও বলা হয়েছিল, লটারির ফলাফল অনুযায়ী নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, সংরক্ষিত কোটা থাকলে সে সংক্রান্ত কাগজ যাচাই করে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০