খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন থেকে শুরু করে করোনা ভ্যাকসিন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র সচিব বলেন, ‘দুদেশের সম্পর্ক অনেক গভীর। এ সম্পর্কের যত্ন নেওয়া লাগে যাতে ভুল বোঝাবুঝি না হয়। এ ছাড়া সম্প্রতি দুদেশের সম্পর্ক নিয়ে কিছু কাল্পনিক নিউজ হয়েছে, সেগুলো নিয়ে কথা হবে যাতে সম্পর্কে কোনো ফাঁকফোকর না থাকে।’
দুদেশের সম্পর্ক নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রচুর আলোচনা (ইন্টারেকশন) হয়। করোনাভাইরাসের কারণে সে হিসেবে এ বছর কমই হয়েছে বলে জানান মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘সব সময় আলোচনায় সম্পর্কোন্নয়নের বিষয়টি থাকে। এ ছাড়া কোভিড নিয়ে সহযোগিতার বিষয়টি থাকছে। প্রথম দিকে তারা কিছু সাহায্য পাঠিয়েছিল।’
মাসুদ বিন মোমেন বলেন, ‘তাদের দেশে এখন করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ভ্যাকসিন নিয়ে আমরা কে কোন পর্যায়ে আছি সেটা নিয়ে আলোচনা হবে।’
তিনি আরও বলেন, ‘গত ছয় মাসে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট ও রেলওয়ের সহযোগিতা ত্বরান্বিত হয়েছে।’
বাংলাদেশ সফর শেষে সরাসরি মিয়ানমারে যাবেন ভারতের পররাষ্ট্র সচিব। তাই শ্রীংলার সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যু স্থান পাবে কিনা জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘দেখি, হতে পারে। তারা তো এ বিষয়ে আমাদের সহযোগিতার কথা বলে আসছে। তারা মিয়ানমার কর্তৃপক্ষকে সাহায্য করছে যাতে রোহিঙ্গা পুনর্বাসন হতে পারে। এ বিষয়ে আপডেট জানতে চাইতে পারি।’
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক অনির্ধারিত সফরে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, দুই দেশের সম্পর্ক জোরদারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘একটি বিশেষ বার্তা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে আকস্মিক এই সফরে এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষ বর্ধন সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
বাংলাদেশে ভারতের সাবেক এই হাইকমিশনার গত জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০