প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির তৃতীয়বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে দলের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিজভী। বক্তব্য শেষ হওয়ার পর মাথা ঘুরে পড়ে যান তিনি।
তিনি আরও বলেন, দ্রুত তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করলে তার ডায়াবেটিকস বেড়ে গেছে বলেন জানান চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা শেষে দুপর ১২টার পর হাসপাতাল থেকে চলে আসেন।
উল্লেখ্য, কিছুদিন আগেও তিনি হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামি ব্যাংক হাসপাতালে পরে ল্যাব এইড হাসপাতালে দুদফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পরানো হয়।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০